সিংগাইরে সাংবাদিক মাসুম বাদশার উপর বর্বরোচিত হামলা

সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লার পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা অফিসে প্রবেশ করে সিংগাইর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশার উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে,মঙ্গলবার(১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে একদল দুর্বৃত্ত ঐ অফিসে প্রবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে মাসুমের উপর হামলা চালায়।হামলায় মাসুমের একটি হাত ভেঙ্গে যায়।মাসুমকে তাৎক্ষণিক ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ব্যাপারে মাসুমের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

এদিকে মাসুমের উপর হামলার ঘটনায় সাংবাদিকরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।সেই সাথে জড়িতদের গ্রেফতারের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

শিরোনাম