সিংগাইরে সাংবাদিকের মাতার ইহলোক ত্যাগ :প্রেসক্লাবের শোক জ্ঞাপন

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার স্থানীয় প্রতিনিধি মো: সাইফুল ইসলাম তানভীরের মা সুফিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী, এক পুত্র, ২ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার পুত্র সাংবাদিক মো: সাইফুল ইসলাম তানভীর জানান, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগে চিকিৎসাধীন অবস্থায় মা পরপারে চলে গেছেন, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। বুধবার (৩১ মার্চ) সকালে জানাযা শেষে তার লাশ কামুড়া-নয়াপাড়া কবর স্থানে দাফন করা হয়। জানাযায় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূঁইয়া, সংবাদ কর্মীসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহন করেন।

সুফিয়া বেগমের মৃত্যুতে সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো: কোহিনূর ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ সহ সাংবাদিক সমাজ শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা,মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবার এবং আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শিরোনাম