সিংগাইরে সরকারি জমি দখল ছাড়তে নারাজ শায়েস্তার ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার
সংবাদ জমিন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে শায়েস্তা ইউনিয়নের চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদার সরকারি জমি দখল ছাড়তে নারাজ। সরকারি জমি দখল করে তিনি জেলে গেলেও আবারো তাকে নৌকার মনোনয়ন দেয়া হয়েছে। এ নিয়ে এলাকায় ভোটার সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মোসলেম উদ্দিন চোকদার ও তার সাঙ্গ-পাঙ্গরা পরিষদের জায়গা দখল করে ১৯টি দোকার ঘর নির্মাণ করেন। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হলে তৎকালীন ডিসি এসএম ফেরদৌস এসব দোকানঘর ভাঙ্গার নির্দেশ দেন। ১৯টি দোকানঘর ভাঙ্গলেও এখনও বহাল তবিয়তে ৭ টি দোকানঘর। তিনি তা দখল ছাড়তে নারাজ। চেয়ারম্যানের ছেলে মোস্তাকসহ ৭ জনের নামে এসব দোকান বরাদ্দ দেয়া হয়।
এ ব্যাপারে সচিব সংবাদ মাধ্যমকে জানান, পরিষদের পক্ষ থেকে এসব দোকানঘর বরাদ্দ দেয়া হলেও পরিষদ ভাড়া পায় না। এ ব্যাপারে চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদারের কাছ থেকে কোন সদুত্তর সংবাদ কর্মীরা। চেয়ারম্যান এ পর্যন্ত ২ লাখ ১৬ হাজার টাকা সরকারি তহবিলে জমা দেননি। ইউএনও রুনা লায়লা সংবাদ মাধ্যমকে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।