সিংগাইরে ষড়যন্ত্রমূলক মামলায় জামশার চেয়ারম্যান মিঠুর জামিন লাভ
স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ষড়যন্ত্র মূলক মামলায় জামশার চেয়ারম্যান মিজানূর রহমান মিঠু জামিন লাভ করেছেন। রোববার (১৯ অক্টোবর) বেলা আনুমানিক দেড়টা দিকে বিজ্ঞ মানিকগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত তাকে এ জামিন দেন। ১৯ অক্টোবর রাত টার দিকে একটি ষড়যন্ত্রমূলক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ২০ জুলাই চেয়ারম্যান মিঠুর সাথে একই এলাকার কোহিনূরের কন্যা রুপালী (২১) এর বিজ্ঞ আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর হতে চেয়ারম্যান মিঠু তার ২য় স্ত্রীর ভরণ-পোষণ করে আসছিলেন। রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নির্বাচনকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর তার ২য় স্ত্রী আদালতে ধর্ষণ মামলা ঠুঁকে দেয়। মামলায় স্বাক্ষী করা হয় তার প্রতিপক্ষ বর্তমান আওয়ামীলীগের মনোনীত প্রার্থী গাজীসহ অন্যান্যদের।
জামিনে মুক্তি পেয়ে সংবাদ জমিনকে জামশার চেয়ারম্যান মিজানূর রহমান মিঠু জানান, সত্যের জয় হয়, এটা আমার চিরকালের দৃঢ় বিশ্বাস। আর এ ক্ষেত্রে তাই হয়েছে।