মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে শ্লীলতাহানি,হামলা ও মারপিটের অভিযোগে তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের ইউপি সদস্য হুমায়ন কবীরকে প্রধান আসামী করে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। আর এ মামলা দায়ের করেছেন একই ইউনিয়নের ইরতা (রসুলপুর) গ্রামের মৃত কলিম উদ্দিন মোল্লার পুত্র সোবান মোল্লা।মামলার অন্যান্য আসামীরা হলো,হাসমত খাঁর পুত্র রহিম(৪৫),চুন্নু মিয়ার পুত্র তুষার(৬০),হিমন খাঁর পুত্র জিসান(১৯),সাঈদ মিয়ার পুত্র রনি(২০) ও সবুরাজের পুত্র সাব্বির খাঁ(১৯)।
মামলার এজাহারে প্রকাশ,১ নং আসামী হুমায়ন মেম্বার সন্ত্রাসী বাহিনীর নেতা। বাদী সোবান মোল্লার পুত্রবধূ ১০ বছর পূর্বে কুলসুম ১ নং আসামী হুমায়ন মেম্বারের নিকট ৩৫ হাজার টাকা দিয়ে আধা বিঘা জমি বড় কটে রাখে। চলতি বছরে বাদী সোবান মোল্লা তার পুত্রবধূ কুলসুমের ৩৫ হাজার টাকা ফেরত চাইলে হুমায়ন মেম্বার ৩০ হাজার টাকা ফেরত দেয়।বাকি ৫ হাজার টাকা কয়েকদিন পরে দিবে বলে জানায়। কয়েকদিন পরে বাদী ও তার পুত্রবধূ কুলসুম উক্ত টাকা ফেরত চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বাদীর পুত্র ছানোয়ার ও কুলসুমের স্বামী কর্মস্থল থেকে বাড়িতে এসে মুরুব্বীদের নিয়ে বিচার প্রার্থী হলে ঘটনার দিন হুমায়ন মেম্বার উত্তেজিত হয়ে অন্যান্য আসামীদের নিয়ে বাদীর বাড়িতে অনধিকার প্রবেশ করে লোহার রড দিয়ে বারি দিয়ে ছানোয়ারের কান ফাটিয়ে ফেললে সে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে।
এ সময় স্ত্রী কুলসুম স্বামীর মাথায় পানি ঢেলে সুস্থ্য করতে গেলে তাকেও এলোপাথাড়ী মারপিট করে এবং ১নং আসামী তার শ্লীলতাহানি করে। অন্যান্য আসামীরা তার এহেন কাজে সহযোগিতা করে। বর্তমানে বাদী ও তার পরিবারবর্গ আসামীদের ভয়ে বাড়ি-ঘর ভেঙ্গে অন্যত্র আশ্রয় নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআ্ই কামরুল জানান,মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ছবি-প্রতিকী