সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
আজ ১৮ অক্টোবর, ২০২৩ বুধবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি যথাযোগ্য মর্যাদায় সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ র্যালির পাশাপাশি দেয়ালিকা তৈরি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণ হতে আনন্দ র্যালিটি বের করা হয়। এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে শেষ হয়। পরে শেখ রাসেল স্মৃতি প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে । পরে উপজেলা প্রশাসন র্যালি বের করলে সে র্যালিতে সকলে অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আক্রাম হোসাইন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, কৃষি অফিসার মো. হাসিবুল বাশার চৌধুরী ইউআরসি ইন্সট্রাক্টর জোহরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল কাইয়ুম মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর দিদ্দিকী, সিংগাইর সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একেএম আরিফুর রহমান, জাতীয় পদক প্রাপ্ত সাবেক জাতীয় ক্রীড়াবিদ, কারাতে ব্লাক বেল্ট (১ম ড্যান) হোল্ডার, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষা শিক্ষক, গবেষক, রবেণ্য সাংবাদিক ও প্রখ্যাত কলামিস্ট স্কাউটার মো. আলতাফ হোসেন (উড ব্যাজার), সিংগাইর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভিন আরা ভূইয়া, আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা কানিজ, সিংগাইর সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল হোসেন, শাজাহান দুলাল, আজিজুর রহমান বাদশা, হারুনুর রশিদ, তপন কুমার সাহা, মো. মোহাব্বত হোসেন, সুবল চন্দ্র সরকার, শাহিনুর আক্তার,রিনা দাস, মো. কাজী আব্দুল খালেক,. সিরাজুল ইসলাম, ম. ফরিদ হোসেন খান, মো. জিল্লুর রহমান, মামুন শেখ, মো. আলোক হোসেন, মো. সুজন মিয়া, এলামুল হক, মো. আশিকুর রহমান, মো. রাজু আহম্মেদ আবু নাঈম, শায়লা শারমিন প্রমুখ।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনে কেক কাটা হয়। পরে সেমিনার কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।