সিংগাইরে শুরু হলো জাতীয় ২৫তম কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ
নিজস্ব প্রতিনিধি ঃঃ
সারা দেশের মতো মানিকগঞ্জের সিঙ্গাইর সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ শুরু হয়েছে। ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর চলবে কৃমি নিয়ন্ত্রক সপ্তাহ পালন করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সী সব শিশুকে এবং মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১২ থেকে ১৬ বছর বয়সী বিদ্যালয়গামী ও বিদ্যালয় বহির্ভুত(পথশিশু,কর্মজীবি শিশু বিদ্যালয় হতে ঝরে পড়া শিক্ষার্থী) সব শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে একডোজ কৃমিনাশক ওষুধ(মেবেন্ডাজল ৫০০এমজি) খাওয়ানো হবে।
স্বাস্থ্য অধেদপ্তরে উদ্ধৃতি দিয়ে নির্দেশনায় বলা হয় কৃমিনাশক ওষুধটি নিরাপদ এবং শারীরিক ও মানসিক বৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ এবং ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য কার্যক্রমগুলো সফলভাবে বাস্তবায়নের লক্ষে মাধ্যমিক পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।