সিংগাইরে শিশু সন্তানকে খুন করে বস্তাবন্ধি অবস্থায় মাটিচাপা !


 

নিজস্ব প্রতিনিধি ঃঃ
সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ সেই শিশু সন্তানের লাশের সন্ধান মিলেছে। শিশু সন্তানকে খুন করে বস্তাবন্ধি অবস্থায় মাটিচাপা দেয়া হয়েছিল একটি ঝোঁড়ের ভিতর।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার (২৮ আগস্ট) সকাল ১০ ঘটিকার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বলধারা ইউনিয়নের বড়বাঁকা গ্রাম থেকে আল-আমিন নামের এই শিশু সন্তানটি হারিয়ে যায়। তার পরিবার ও আত্মীয় স্বজন হন্যে হয়ে খুঁজছিল তাকে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে বেরুন্ডী এলাকার টেমার বাঁশ ঝোঁড়ের ভিতর বস্তাবন্ধি মাটিচাপা অবস্থায় লোকজন তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।

ধারণা করা হচ্ছে, শিশু সন্তানকে খুন করে বস্তাবন্ধি আবস্থায় মাটি চাপা দিয়ে লাশ গুঁম করার চেষ্টা করা হয়েছিল। এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ লাশটি উদ্ধার পূর্বক ময়না তদন্তের সম্পন্নের চেষ্টা করছিল।


শিরোনাম