স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে চাঞ্চল্যকর বলধারা ইউনিয়নের বড় বাঁকা এলাকার শিশু আলঅমিন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০ টা দিকে মানববন্ধন অনুষ্ঠিত হবে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উক্ত মানববন্ধনে উপস্থিত থাকার জন্য সবাইকে বিনীত অনুরোধ করা হয়েছে।
এ তথ্য সংবাদ জমিনকে নিশ্চিত করেছেন নিহতের পরিবার-পরিজন ও এলাকাবাসী। উল্লেখ্য ২৮ আগস্ট হঠাৎ আলআমিন নিজ এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার (৩১ আগস্ট) বেরুন্ডী এলাকা থেকে বস্তাবন্ধি মাটি চাপা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে আলআমিনের লাশ উদ্ধার এবং দাফনের সময় লোকে লোকারণ্য হয়ে পড়ে। ক্রন্দনের মাতমে বাতাস ভারী হয়ে উঠে। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। পুলিশ জানায়, আলআমিন হত্যার সাথে যারাই জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।