সিংগাইরে শিয়ালের মাংস দিয়ে বনভোজন

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নে শিয়ালের মাংস দিয়ে বনভোজন করেছে একদল যুবক। শনিবার (৩০ মার্চ) একটি আহত শিয়ালের মাংস দিয়ে ইফতারের পরে এ বনভোজন আয়োজন করা হয়।

জানা গেছে, শনিবার(৩০ মার্চ) সিংগাইর-মানিকনগর সড়কের সাহরাইল গ্রামীণ কল্যাণের নিকটে শুক্রবার রাত ৮ টার দিকে শিয়ালটি রাস্তা পারাপারের সময় মোটর সাইকেলের চাপায় আহত হয়ে রাস্তার পাশেই পড়ে থাকে।পরদিন দুপুরে যুবকরা সখের বশে শিয়ালটিকে জবাই করে বনভোজন করে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ওসি জিয়ারুল ইসলাম জানান,বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম