সিংগাইরে শিবপুরে বজ্রপাতে দু’ভাইয়ের মৃত্যু

 

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে বজ্রপাতে দু’ভাইয়ের মৃত্যু হয়েছে।

জানা গেছে, উপজেলার সায়েস্তা ইউনিয়নের শিবপুর গ্রামের মামাতো-ফুফাতো দু’ভাই সাবেরের পুত্র শাহিনূর ও হযরতের পুত্র রুবেল শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চকে ঘাস কাটতে যায়। ঘাস কেটে চক থেকে ফেরার পথিমধ্যে বজ্রপাতে উভয়ে মারা যায়। নিহত দু’ভাইয়ের পরিবারে বইছে শোকের মাতম।

শিরোনাম