সিংগাইরে শায়েস্তা গ্রামের কিনুকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ


 

মানিকগঞ্জের সিংগাইরে শায়েস্তা ইউনিয়নের শায়েস্তা (ঋষিপাড়া) গ্রামের বাচ্চু মিয়ার পুত্র কেরামত আলী ওরফে কিনুর বিরুদ্ধে মাটি ভরাট করে খাস জমি দখলের অভিযোগে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ করেছেন কিনু। তিনি প্রতিবাদ লিপিতে বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপণোদিত।

তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, শায়েস্তা মৌজায় আমার ৩ ভাইয়ের সাবকবলা ক্রয় করা ৪০ শতাংস জমিতে মাটি ফেলতে গেলে রাস্তা সংলগ্ন সরকারি কিছু জমিতে মাটি ফেলার প্রয়োজনীয়তা দেখা দেয়। সরকারি কিছু জমিতে মাটি ফেলা ছাড়া আমার ক্রয়কৃত সম্পত্তিতে মাটিবাহী ট্রাক কিংবা মাহিন্দ্র মাটি ফেলতে পারবে না। আর এটাকেই সংবাদ মাধ্যমে সরকারি জমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

তিনি প্রতিবাদে আরো বলেন, আমি আমার জমিতে মাটি ফেলার কারণে জলাবদ্ধতা যাতে না হয়, তার পরিকল্পনা রেখেই আমি মাটি ভরাটের কাজ শুরু করেছি।


শিরোনাম