সিংগাইরে শহীদ রফিকের জন্মভূমিতে যেভাবে পালিত হলো ভাষা দিবস

মো:সাইফুল ইসলাম ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিকের জন্মভূমিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে ।

গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সংস্থা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের স্মরণে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক৷ মিনিট নিরবতা পালন করেন। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে অফির্সাস ক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃ মুশফিকুর, রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ কৃষি অফিসার টিপু সুলতান স্বপন, মহিলা, ভাইস চেয়ারম্যান মোসঃ শারমিন আক্তার প্রমূখ। এ দিকে উপজেলার বলধারা ইউনিয়নের শহীদ রফিকের জন্ম ভুমি রফিক নগর গ্রামে নিজ বাড়ির আঙ্গিনার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ,পুলিশ সুপার মোঃ গোলাম আজাদ খান। দিবসটি উপলক্ষ্যে শহীদ রফিকের বাড়ির পাশে অনুষ্ঠিত হয় ৪ দিন ব্যাপী মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিরোনাম