সিংগাইরে লক্ষ্মীপুর গ্রামে গরু ব্যবসায়ী উধাও

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ আলী দেওয়ানের পুত্র ও গরু ব্যবসায়ী নূরুল ইসলাম দেওয়ান(৫৫) ১৫ লক্ষ টাকা নিয়ে গরু কিনতে গিয়ে উধাও হয়ে গেছে। তার উধাও হয়ে যাওয়ার পর থেকে ঐ পরিবার দারুণ উদ্বিগ্ন-উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছে।

জানা গেছে,গত ১৩ নভেম্বর নূরুল ১৫ লক্ষ টাকা নিয়ে গরু কিনতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ১৫ নভেম্বর তার ছেলে সোহান দেওয়ান বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ১ম দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া গেলেও এখন আর চালু পাওয়া যাচ্ছে না।পুলিশ জানায়,তাকে খুঁজে পাওয়ার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।ছবি-সংগৃহীত

শিরোনাম