সিংগাইরে লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় এক নারী আহত,আদালতে মামলা
স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুরে সন্ত্রাসী হামলায় এক মহিলা আহত হয়েছে। আর এ হামলার ঘটনায় ঐ নারী বিজ্ঞ আদালতে মামলা ঠুঁকে দিয়েছে।
মামলার এজাহারে প্রকাশ, উপজেলার সায়েস্তা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহিম মোল্লার স্ত্রী শেফালী বেগমের সাথে চাচাত ভাই মইনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আর এ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে পূর্ব লক্ষ্মীপুর গ্রামের মোন্নাফ খানের পুত্র সাঈদ খা ওরফে পোকা সাঈদ(৪৫) গত ১৭ জুলাই সায়েস্তা ইউনিয়ন পরিষদের সামনে ৬ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে গত ২১ জুলাই বিকেলে লক্ষ্মীপুর বাসস্ট্যান্ডে আবুল বাশারের দোকানের সামনে শেফালীকে বেধড়ক মারপিট করে এবং শ^াসরুদ্ধ হত্যার চেষ্টা চালায়।শেফালী ১০ হাজার টাকা দিয়ে পোকা সাঈদের হাত থেকে প্রাণে রক্ষা পায়।বাকি দাবিকৃত চাঁদা ৫ লক্ষ ৯০ হাজার টাকা ৩ দিনের মধ্যে পরিশোধের আল্টিমেটাম দিয়ে যাওয়ার সময় বাদিনীর গলায় থাকা ৯০ হাজার টাকার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। সেই সাথে এ ঘটনা নিয়ে মামলা-মোকদ্দমা করলে খুন করে ফেলবে বলে হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে। লোকজন শেফালীকে উদ্ধার করে সিংগাইর হাসপাতালে ভর্তি করে।শেফালী জানায়,চরম জীবন নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।