সিংগাইরে লকডাউন বিধি-নিষেধ অমান্য করায় ৫ জনের জরিমানা
কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে লকডাউন বিধি-নিষেধ অমান্য করায় ৫ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়,সোমবার (৫ জুলাই) উপজেলার হেমায়েতপুর-সিংগাইর আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে এবং সিংগাইর বাজার, ঘোনাপাড়া, বায়রা বাজার, গেড়াদিয়া, জয়মন্টপ বাজার ও সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিধি-নিষেধ অমান্য করায় ৩ জনকে ১ হাজার টাকা করে এবং ২ জনকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
অভিযান পরিচালনা করেন সিংগাইর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেহের নিগার সুলতানা। তিনি জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।