সিংগাইরে র‌্যাবের সাথে ডাকাতদলের বন্দুকযুদ্ধ,নিহত-১,আহত-২

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে র‌্যাবের সাথে ডাকাতদলের বন্দুকযুদ্ধে ১ ডাকাত নিহত হয়েছে। ডাকাতদলের পাল্টা গুলিতে আহত হয়েছে আরো ২ র‌্যাব সদস্য।

জানা গেছে, বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত পৌঁণে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মালিপাড়া এলাকায় একটি ডাকাত দলকে পাকড়াও করার জন্য অভিযানে যাচ্ছিলেন। র‌্যাবের গাড়ীটি ঐ ইউনিয়নের দাশেরহাটি এলাকার আলম মার্ডার ব্রীজ এর নিকটে পৌঁছলে সেখানে ওঁৎ পেতে থাকা ডাকাতদলের সদস্যরা গুলি বর্ষণ করে। এ সময় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি শুরু করে। গুলিতে ডাকাতদলের সদস্য ও জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার লোকমানের পুত্র কায়সার হামিদ(৪৫) মারা যায়।ডাকাতদলের পাল্টা গুলিতে আহত হয় ২ র‌্যাব সদস্য। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ২টি পিস্তলসহ বিভিন্ন ধাতব অস্ত্র।

পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান,নিহত ব্যক্তির নামে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

শিরোনাম