সিংগাইরে রোজিনার উপর নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ আতাউর রহমান ঃঃ
প্রথম আলোর প্রবীণ সাংবাদিক রোজিনা ইসলাম কে সচিবালয়ে আটকে রেখে বেধড়ক মারপিট ও মিথ্যা মামলায় জেল-হাজতে পাঠানোর প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে,২০২১) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে সিংগাইর প্রেসক্লাব ও স্থানীয় সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার যৌথ আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো: কোহিনূর ইসলাম রাব্বির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম বাদশাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মো: সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, রাকিবুল হাসান বিশ্বাস, মোহাম্মদ আলী রিপন, মশিউর রহমান শামীম ও ইয়াকুব মোল্লা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মো: সোহরাব হোসেন, মো: আতাউর রহমান, মুহ. মিজানুর রহমান বাদল, সাইফুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, হাবিবুর রহমান মোল্লা, মিলন মাহমুদ, হাবিবুর রহমান রাজিব, আলী হোসেন, শহিদুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম প্রমূখ। মানববন্ধন শেষে সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শিরোনাম