সিংগাইরে রায়দক্ষিণ গ্রামে দুর্বৃত্তদের হামলা : আহত-৪

 

স্টাফ রিপোর্টার ঃঃ

মানিকগঞ্জের সিংগাইরে রায়দক্ষিণ গ্রামে দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্ত হামলার ঘটনার পর ঐ এলাকায় আতংক বিরাজ করছে।

সরেজমিন তদন্তে জানা যায়, সোমবার (৮ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৭ টার দিকে ঐ গ্রামের মৃত. শেখ মিনাজদ্দিনের পুত্র ফজর আলী (৩০) এর বাড়ির বাঁশ ঝাঁড়ের পাশে একই ইউনিয়নের খেলেশ্বর গ্রামের বান্দুমোল্লার পুত্রসহ ৩ যুবক সন্দেহজনকভাবে ঘোরা-ফেরা করছিল। গ্রামবাসী তাদের ধাওয়া করলে ২ দুর্বৃত্ত পালিয়ে যেতে সক্ষম হলেও বান্দু মোল্লার পুত্র ধরা পড়ে। এ খবর মোবাইল ফোনে তাদের গ্রুপের নিকট ছড়িয়ে পড়লে ৩০-৩৫ জনের সশস্ত্র একদল দুর্বৃত্ত ফজর আলীর বাড়ি হামলা চালিয়ে বান্দু মোল্লা পুত্রকে ছাড়িয়ে নিয়ে যায়। এ সময় সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয় মান্নানের পুত্র বিশাল (২০), পিয়াল (২৯), ফজর আলী (৩০) ও শান্ত নামে এক দুর্বৃত্ত। তার পিতার নাম শাহের বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিশাল ও পিয়ালের অবস্থা আশংকাজনক।

সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ফজর আলী জানান, ভাকুম গ্রামের ইদ্রিসের পুত্র শামীম (৩৪), আনছুর পুত্র রবিউল (২৬), স্বপন, ইদু ও মতির পুত্র সহ ৩০-৩৫ জন দুর্বৃত্ত এ হামলার ঘটনা ঘটিয়েছে। ইতিপূর্বে এরা আমার ফুফাত ভাইকে হামলা চালিয়ে আহত করেছিল। এ দিকে এ ঘটনার পর চেয়ারম্যান শাহাদৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিচারের আশ্বাস দিয়েছেন। পুলিশ জানায়, এ ব্যাপারে অভিযোগ পায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

শিরোনাম