সিংগাইরে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি!

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি ! আর এ খুঁটি নিয়ে পল্লী বিদ্যুৎ অফিস ও উপজেলা এলজিইডি অফিসের বিরুদ্ধে এলাকায় সমালোচনা কম হচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি রেখেই ইটের সলিং করা হয়েছে। ফলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। রাস্তার মাঝে খুঁটির কারণে ভোগান্তির শিকার হচ্ছে সড়কে চলাচলরত যাত্রী সাধারণ। খোঁজ নিয়ে আারো জানা গেছে, ঐ সড়কে কোমলমতি শিক্ষার্থীসহ প্রতিদিন হাজারো মানুষের চলাচল। এসব মানুষ ঝুঁকি নিয়েই প্রতিদিন সড়কে চলাচল করছে। ছোট-খাট দুর্ঘটনাও ঘটছে।

এ ব্যাপারে সিংগাইর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সফিকুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটি যাতে দ্রুত সরানো হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

শিরোনাম