সিংগাইরে রাস্তার পাশের খাদ থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১টার দিকে সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোনাপাড়া এলাকার দক্ষিণ পাশের খাদে এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়।পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

নিহত ঐ ব্যক্তির নাম মাহাবুব কাজী(৫৫)। তিনি উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা গান্ধারদিয়া গ্রামের মৃত মেছের আলীর পুত্র। তিনি মানসিক রোগী ছিলেন।আগের দিন বিকেলে তিনি নিখোঁজ হন।

পুলিশ জানায়,ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শিরোনাম