সিংগাইরে রায়দক্ষিণে চাঞ্চল্যকর আজগর হত্যার মূল ঘাতক আলআমিন গ্রেফতার

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে রায়দক্ষিণ গ্রামের চাঞ্চল্যকর আজগর হত্যা মামলার মূল ঘাতক আলআমিনকে ঝটিকা অভিঢ়ান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে।

জানা গেছে,সোমবার(৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী গাবতলী বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।খবরটি নিশ্চিত করেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌফিক আজম।তিনি আরো জানান,বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

এদিকে আজগর হত্যার মূল আসামীর গ্রেফতারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্বস্তির আবহ বিরাজ করছে আজগরের পরিবারে।

শিরোনাম