সিংগাইরে রাজেন্দ্রপুরের নিখোঁজ আমিনূরের লাশ উদ্ধার


স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে তালেবপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের নিখোঁজ আমিনূরের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।

জানা গেছে, বুধবার(২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে ঐ গ্রামের মৃত হাকিম আলীর ছেলে আমিনূর বাড়ির লোকজনের সাথে অভিমান করে হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। অবশেষে শনিবার(২৬ ফেব্রুয়ারী) দুপুরে পাশের ধলেশ্বরী নদীতে কচুরিপানার ভেতর লোকজন তার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এ সময় তার পরিবারের লোকজন লাশটি শনাক্ত করে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যা সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে


শিরোনাম