সিংগাইরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র ঈদের দিনে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, মঙ্গলবার(৩ মে)পবিত্র ঈদের দিনের বিকেলে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের নোয়াব আলীর পুত্র রনি(২০) তার দুই বান্ধবী নদী ও লিপিকে নিয়ে ঘুরতে বের হয়। প্রেম সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল এলাকার ইদ্রিসের ছেলে শান্ত(১৯)সহ তার সহপাঠীরা তার মোটর সাইকেলের পিছু নেয়। একই উপজেলার সায়েস্তা ইউনিয়নের পূর্ব বান্দাইল গ্রামের রফিকের মুদি দোকানের সামনে রনির মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে রনি ঐ এলাকার নজর আলীর বাড়িতে আশ্রয় নিলে সেখানেও শান্ত গংরা হামলা চালায় এবং তাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

এ সময় লোকজন এগিয়ে আসলে শান্ত গংরা স্থান ত্যাগ করে। ঘটনার পর পুলিশ নদী ও লিপিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলেও পরে ছেড়ে দিয়েছে। নদী এখন পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ আলিফ ও ইয়ামিনকে গ্রেফতার করেছে। তাদের আদালতে প্রেরণ করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

শিরোনাম