সিংগাইরে ম্যানেজিং কমিটির বাধায় রেজিস্ট্রেশন পন্ড মেধাবী স্কুল ছাত্রীর

সংবাদ জমিন ডেস্কঃ
মানিকগঞ্জেরে সিংগাইরে চান্দহর ইউনিয়নের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বাধার কারণে পন্ড হয়ে গেছে এক মেধাবী স্কুল শিক্ষার্থীর। এ নিয়ে এরাকায় সমালোচনা কম হচ্ছে না।

জানা গেছে,ঐ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ১ম হওয়া এক ছাত্রী ইতিপূর্বে হারিয়েছে তার বাবাকে। আর এখন হারাতে হচ্ছে তার শিক্ষা জীবন। ম্যানেজিং কমিটির বাধার কারণে ঐ মেয়েটির শিক্ষা জীবন ভেস্তে যেতে চলেছে।ঐ ছাত্রীর এক আত্মীয় জানান, ম্যানেজিং কমিটির কুদ্দুস ও মতি ঐ ছাত্রীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে তাকে স্কুলে যেতে দিচ্ছে না।অবশ্য ম্যানেজিং কমিটির সদস্য মতি মিয়া এ অভিযোগ অস্বীকার করেছেন।

শান্তিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম হান্নান বলেন, এ ব্যাপারে ইতিবাচক সমাধানের দিকে আমরা এগুচ্ছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদল বলেন, আমি প্রধান শিক্ষককে বলেছি তার রেজিস্ট্রেশন যেন বন্ধ করা না হয়।সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, এ ব্যাপারে খোঁজ নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শিরোনাম