সিংগাইরে মোবাইল ক্রয় ও ওয়াইফাই সংযোগ দিতে অপারগতা প্রকাশ করায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মোবাইল ফোন ও ওয়াইফাই সংযোগ না দেয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

জানা গেছে,উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামের প্রবাসী ওয়াসিমের স্ত্রী আঁখি আক্তার(১৯)বেশ কিছুদিন ধরেই মোবাইল ফোন ক্রয় ও ওয়াইফাই লাইনের জন্য প্রবাসী স্বামীর নিকট ৫ হাজার টাকা বায়না ধরে আসছিল।বায়না পূরণে স্বামী অপারগতা প্রকাশ করলে শুক্রবার(৬ অক্টোবর)রাত ৮ টার দিকে আঁখি বিষপান করে। প্রথমে তাকে নবাবগঞ্জ হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার(৭ অক্টোবর)ভোরে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শান্তিপুর(বাঘুলী)তদন্ত কেন্দ্রের ইনচার্জ খালেদ মনসুর জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম