সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের দক্ষিণ সাহরাইল গ্রামে মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে এক কিশোরকে খুন করা হয়েছে।
জানা গেছে, ৩ দিন আগে ঐ গ্রামের মুসলেম উদ্দিনের পুত্র রাজু (১২) এর সাথে একই গ্রামের আরজ আলীর পুত্র আলিফ (১৬) এর মোবাইলে পাবজি গেমস খেলাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত হয়। আলিফ এরই জের ধরে ঘটনার দিন রাতে রাজুকে ডেকে উপজেলার সীমান্তবর্তী রুপার চর এলাকায় নিয়ে যায়। সেখানে রাজুর বুকের উপর চরে ইট দিয়ে মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করার জন্য রাজুর মুখে গামছা ঢুঁকিয়ে আলিফ স্থান ত্যাগ করে।
স্থানীয় লোকজন, টের পেয়ে তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যায়। শনিবার ( ১৬ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ খবর এলাকায় পৌঁছলে এলাকাবাসী রাজুর বাড়িতে হামলা চালায়। এ সময় রাজুর বোনের জামাই মোঃ মাহমুদুল হাসান আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করার হুমকি দিলে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে উঠে তাদেরকে ৩ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে জনতার সাথে সংঘর্ষ হয়। এতে ২ পুলিশ সদস্যসহ একাধিক জনতা আহত হয়। সিংগাইর থানা পুলিশ, ডিবি পুলিশ, র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, ইউএনও রুনা লায়লা, সহকারী পুলিশ সুপার, সিংগাইর সার্কেল রেজাউল হক, মেয়র আবু নাইম মোঃ বাশার, ওসি সফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।
দুপুরে পুলিশ আলিফ ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করতে সক্ষম হয়। ওসি সফিকুল ইসলাম মোল্লা জানান , এ ব্যাপারে দৃষ্টান্ত মূলক ব্যবস্থা নেয়া হবে, কোন প্রকার ছাড় দেয়া হবে না।