সিংগাইরে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু
কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কে মোটর সাইকেল ও কাটা সিএনজির সংঘর্ষে ১ স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।আহত হয়েছে আরো ১ মোটর সাইকেল আরোহী।
জানা গেছে, উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর চারিগ্রামের রহুল আমিনের ছেলে স্কুল ছাত্র তাহমিন(১৫) একই ইউনিয়নের দাশেরহাটি গ্রামের মৃত আজমত আলীর ছেলে বন্ধু রোহান(১৫) কে নিয়ে মোটর সাইকেলযোগে বের হয়।তাদের মোটর সাইকেলটি আঞ্চলিক মহাসড়কের আজিমপুর এলাকায় আসলে একটি কাটা সিএনজির সাথে তাদের চালিত মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭ টার দিকে তাহমিনের মৃত্যু হয়।আহত বন্ধু রোহানের অবস্থা আশংকাজনক।