মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার। সোমবার (২৯ নভেম্বর) বিকালে উপজেলার জয়মন্টপের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হীরামতি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রামনগর এলাকার আসাদুন বাবুর স্ত্রী।
জানা যায়, বিকেলে উপজেলার জয়মন্টপের রামনগর বাজার এলাকায় বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল হীরামতি। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হীরামতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক রুবেল মিয়া, আরোহী সোবহান মিয়া ও সাইদুল ইসলাম গুরুতর আহত হয়।
পরে তাদের উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাতপাতালে ভর্তি করে স্বজনেরা। দুর্ঘটনার পরপরই নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।