সিংগাইরে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাপায় পিষ্ট রাজিয়া

মানিকগঞ্জ প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জেরসিংগাইরে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রাজিয়া নামের এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বায়রা ইউনিয়নের বাড্ডা গ্রামের মসজিদের ইমাম মো: নাজিমুদ্দিন দেওয়ান তার স্ত্রী রাজিয়া (২৮) কে নিয়ে শ্বশুরালয়ে যাচ্ছিলেন। এ সময় তারা বায়রা-জামালপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটর সাইকেলের পিছন থেকে রাজিয়া ছিটকে পড়ে এবং সে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়। এ সময় তার স্বামী ইমাম নাজিমুদ্দিন আহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। পালিয়ে গেছে ঐ ট্রাকের চালক ও হেলপার।

শিরোনাম