সিংগাইরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের

নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল স্কুল ছাত্রের। এ ঘটনায় ঐ পরিবারে এখনো চলছে শোকের মাতম।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার (৯ জানুয়ারী) ঐ ইউনিয়নের দক্ষিণ জাইল্যা গ্রামের সৌদী প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে ও চারিগ্রাম শাহাদাৎ আলী খান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করা ছাত্র সাজিদ (১৭) সন্ধ্যার দিকে তার বন্ধু মামুনকে নিয়ে ঘুরতে বের হয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মধ্য চারিগ্রাম এলাকার গাজীখালি ব্রীজের নিকটে রাস্তার পাশে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত ঘোষণা করে । তার সাথে বন্ধু মামুন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শিরোনাম