সিংগাইরে মেয়র বাশারের উদ্যোগে ফকির মওলা দরবার শরীফে ব্যতিক্রমী বসন্ত বরণ উৎসব

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মেয়র বাশারের উদ্যোগে ফকির মওলা দরবার শরীফে ব্যতিক্রমী বসন্ত বরণ উৎসব পালিত হয়েছে। পৌরসভার আজিমপুর মহল্লায় বসন্ত বরণে প্রাণবন্ত ছিল ফকির মওলা দরবার শরীফ। দুপুরে বসন্ত বরণ উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তাসহ বিভিন্ন লোকজন ও স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহণ করে। আয়োজন করা হয় প্রীতিভোজের।

সোমবার(১৪ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে প্রতিদিনের সংবাদ প্রতিনিধি রকিবুল হাসান বিশ্বাস ও ছাত্রলীগের দুৎসময়ের ত্যাগী নেতা মোঃ শাহিনূর রহমান শাহিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম বাউল সম্রাটের পুত্র,গদিনশিন পীর ও পৌরসভার সুযোগ্য মেয়র আবু নাঈম মো.বাশার।উপস্থিত ছিলেন ইত্তেফাক প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী,দৈনিক সংবাদের সিংগাইর প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সভাপতি কোহিনূর ইসলাম রাব্বি,ভোরের কাগজ প্রতিনিধি ও সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বাদশাহ, যুগান্তর প্রতিনিধি মিজানূর রহমান ফাগুন, বাংলাদেশ খবর প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক টেলিগ্রাম প্রতিনিধি রিপন, পিটিভির সাংবাদিক এফএম ফজলুল হক, পৌরসভার প্যানেল মেয়র সমেজ উদ্দিন,পৌর কর্মকর্তা মো:সোলায়মান,সাইদুর রহমান ও আজিমপুর ফকির মওলা দরবার শরীফের মসজিদের ঈমাম মাওলানা মো.সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দরবার শরীফের মাঠে সংবাদিকগণ বনাম পৌরসভার কর্মকর্তাদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর মহিলাদের নিয়ে মজার খেলা পাতিল ভাঙ্গা ও চেয়ার দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হয়।

মেয়র আবু নাঈম মোঃ বাশার জানান, আপনাদের উপস্থিতি আমাকে মুগ্ধ করেছে। প্রতি বছর এ দিনটি পালিত হবে। আপনাদের সহযোগিতাই হবে আমার অনুপ্রেরণার উৎস।

শিরোনাম