সিংগাইরে মুন্সীডাঙ্গী গ্রামের ইয়াবা সম্রাট বাকির মাদক ব্যবসা রমরমা

 

স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জামির্ত্তা ইউনিয়নের মন্সীডাঙ্গী গ্রামের ইয়াবা সম্রাট বাকীর মাদক ব্যবসা এখন জমজমাট। জানা যায়, ঐ গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে নাজমূল বিশ^াস ওরফে বাকি (৪০) দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। বিভিন্ন সময় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

কিন্তু এসব মামলাকে বাকির থোরাই কেয়ার। মাদক আইনে জেলে যাচ্ছে, আবার জেল থেকে বেরিয়েই দেদারসে ব্যবসা চালাচ্ছে। তার ব্যবসার গতিরোধ করা যাচ্ছে না। ভয়ানক এ মাদক সম্রাটের ব্যবসা রোধ করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

শিরোনাম