সিংগাইরে মাদ্রাসার অধ্যক্ষ ও খেলাফত মজলিসের নেতা জাহাঙ্গীর আলমকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ
সিংগাইরে মাদ্রাসার অধ্যক্ষ ও খেলাফত মজলিসের নেতা জাহাঙ্গীর আলম(৫৫)কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) সকালে থানা সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার পর দুপুরের দিকে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগরের মৃত কফিল উদ্দিনের ছেলে। তিনি ঐ ইউনিয়নের লক্ষ্মীপুর হযরত ফাতেমা মুহাম্মদ (সা.) বালিকা মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ এবং খেলাফত মজলিসের সিংগাইর থানা (পূর্ব) শাখার সাধারণ সম্পাদক বলে জানাা গেছে।তার বিরুদ্ধে ইতিপূর্বে এহেন ঘটনার আরো অভিযোগ রয়েছে।

শিরোনাম