সিংগাইরে মাদক সম্রাট তারা শিকদারের বিরুদ্ধে প্রবাসী পুত্রের স্ট্যাটাস

সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের দাগী মাদক সম্রাট তারা শিকদারের বিরুদ্ধে তার প্রবাসী পুত্র রাসেল শিকদার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ফেসবুকের স্ট্যাটাসে তিনি তার মা ও তার পরিবারের সদস্যদের বাঁচানোর জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

ফেসবুকের স্ট্যাটাসে তিনি জানান, আমি সৌদি আরব প্রবাসী মোঃ রাসেল হোসেন পিতা কুখ্যাত মাদক ব্যবসায়ি তারা সিকদার যার নামে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রামঃ- সিংগাইর – জয়মন্টপ – পূর্ব ভাকুম। অনেকেই হয়তো বলবেন, যে নিজের বাবার পরিচয় এভাবে কখনো কেউ দেয় নাকি?

আসলে আপনাকেও বুঝতে হবে, যে পিতার বিরুদ্ধে নিজের সন্তান কখন যায় ? উনি ইয়াবা/ হেরইন/ গাঁজার ব্যবসা সহ আরও বিভিন্ন অপরাধ মুলক কাজের সাথে জড়িত। যার যথেষ্ঠ প্রমাণ আমার কাছে আছে। আমরা এলাকার মান্যগণ্য অনেকেই এগুলো জানে, তবে কেউ তাকে বাঁধা দেয় না। জানি না তারা আমার বাবাকে কি ভয় পায় ? নাকি তার টাকার কাছে বিক্রি হয়েছেন? প্রশাসনকে এর আগেও আমি জানিয়েছি, প্রশাসন আমার পিতাকে মাদক ব্যবসা করতে দিলে আমার কোন সমস্যা নেই।

কিন্তু প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই। কারণ আমার বাবা এখন শুধু মাদক ব্যবসাই না, উনি ভয়ংকর ভাবে মাদকাসক্ত। আমি তাকে ভালো করার অনেক চেষ্টা করেছি, তাতেও কোন কাজ হয়নি। ৪ মাস মাদক নিরাময় কেন্দ্রে রেখেছি। আরও অনেক কিছু আছে, লিখে শেষ করা যাবে না। প্রশাসনকে শুধু এতটুকই অনুরোধ করছি, আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন ।

আমার বাবার অন্যায় অত্যাচারে আমার স্ত্রী, আমার অবুঝ মেয়েকে নিয়ে পালিয়ে তার বাবার বাড়িতে চলে গেছে। আমার মা কয়েক বার পালিয়েও রেহাই পাইনি। আমার পাড়া প্রতিবেশিরা কেউ আমার বাবার সামনে কথা বলতে পারছে না। আমার মায়ের প্রতিটি মুহূর্ত মৃত্যু ঝুঁকিতে কাটছে। আমার পাড়াপ্রতিবেশিরা আরও অনেক কিছু বলেছেন, যা আমার পক্ষে বলা সম্ভব না।

শুধু এতটুকু বলতে পারি, তারা বলেছেন তোমার মাকে বাঁচাও। আমার আপন চাচাও আমাকে ফোন দিয়ে বলছেন তুই কিছু একটা কর। তাহলে যে কোন মুহূর্তে কিছু ঘটে যেতে পারে। তাই সকলের কাছে অনুরোধ আমাকে সহায়তা করুন। আমার এই কথা গুলো প্রশাসনের কাছে পৌছে দিন। আমার মায়ের জীবন বাঁচান ।

শিরোনাম