সংবাদ জমিন, অনলাইন ডেস্ক ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাদকসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (৬ সেপ্টেম্বর) ০৭.০৫ ঘটিকার সময় এসআই মওদুদ কামাল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার চর আজিমপুর গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র দাগী মাদক ব্যবসায়ী মোঃ রজ্জব হোসেন (২৫) কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে থানার সেকেন্ড অফিসার এসআই মাহফুজ রানা একই দিনে সকাল ০৯.৩৫ ঘটিকার সময় উপজেলার পৌর এলাকার আজিমপুর কলেজ রোডে পৃথক অভিযান পরিচালনা করে ঐ মহল্লার হালিমের পুত্র মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম (২৬)কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।
পুলিশ জানায়, আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।