সিংগাইরে মাতাল সেই দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের সিংগাইরে থানায় প্রবেশ করে পুলিশকে হত্যার হুমকি দেয়ার অপরাধে যুবদল নেতা জীবন ও শফিকুলকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) রাতে পৌর যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম সরকার জীবন ও পৌরসভার ৭নং ওয়ার্ডের সদস্য শফিকুল ইসলাম থানায় প্রবেশ করে এক পুলিশ সদস্যকে হত্যার হুমকি দেয়।এ অপরাধে পুলিশ তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করে। ঘটনাটি সংবাদ জমিন পত্রিকাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।শুরু হয় তোলপাড়। টনক নড়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির।

ব্যবস্থা হিসেবে রবিবার(৬ এপ্রিল) যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।

শিরোনাম