সিংগাইরে মাছ ধরা নিয়ে ঝগড়া, দুই ভাই জখম,আঙ্গুল খোঁয়া গেল এক ভাইয়ের

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে বৃষ্টির পানিতে ভেসে যাওয়া মাছ ধরা নিয়ে ঝগড়ার রেশ ধরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে জখম করা হয়েছে দুই ভাইকে।খোঁয়া গেছে এক ভাইয়ের আঙ্গুল।

জানা গেছে, বৃষ্টির পানিতে উপজেলার বলধারা গ্রামের গোসাই রাজবংশীর ইজারা নেয়া পুকুর থেকে মাছ ভেসে যায়।কৃষি জমিতে ভেসে আসা মাছ ঐ ইউনিয়নের চরমগড়া গ্রামের কাদেরের ছেলে আলমাছ(৪২) ও আওলাদ(৪০) ধরতে যায়। আর এ নিয়ে গোসাই রাজবংশী ও পুত্র শিবুর সাথে ঝগড়া হয়।রবিবার(৮ অক্টোবর) সকালে আলমাছ ও আওলাদ বলধারা বাজারে গেলে শিবু ও তার বাহিনীর লোকজন ধারালো আস্ত্র দিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে।এ সময় ধারালো অস্ত্রের কোপে আলমাছের হাতের একটি আঙ্গুল পড়ে যায়।উভয়কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।থানা পুলিশ জানায়,অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

শিরোনাম