সিংগাইরে মাইক্রোবাস ও মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই যুবকের

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। এ ঘটনায় নিহত ঐ যুবকের পরিবারে চলছে শুধুই আহাজারি।

জানা গেছে,মানিকগঞ্জ সদর উপজেলার বাড়াই ভিকুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে শহীদুল ইসলাম(২৬)বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮ টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল। মোটর সাইকেলটি সড়কের খোলাপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনা স্থলেই প্রাণ হারায় শহীদুল। মোটর সাইকেল থেকে ছিটকে খাদের পানিতে পড়ে যাওয়া সেলিমকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশী চালিয়ে তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে ওসি সৈয়দ মিজানূর রহমান জানান,লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম