কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে মহিলা মাদ্রাসা থেকে এক শিক্ষিকার লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।এ ঘটনায় তোলপাড় চলছে ঐ এলাকায়।
জানা গেছে,উপজেলার সায়েস্তা ইউনিয়নের সাহরাইল মহিলা মাদ্রাসার শিশিক্ষা ও আঠারপাইক গ্রামের আবেদালীর কন্যা রোকসানা(২৪) প্রতিদিনের ন্যায় ক্লাশ শেষ করে দুপুরে মাদ্রাসার একটি কক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন। যথাসময় পেরিয়ে গেলেও ক্লাশ রুম থেকে বের না হওয়ায় মাদ্রাসার কর্মচারীরা ক্লাশ রুমে গিয়ে দেখে ঐ শিক্ষিকাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে উপর করে শুঁইয়ে রাখা হয়েছে।খবর পেয়ে সিংগাইর থানার ওসি জিয়ারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।লাশটি উদ্ধারের সময় তার গলায় ফিতা পেঁচানো ও মুখে রক্ত ছিল।ওসি জিয়ারুল ইসলাম জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।