সিংগাইরে মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল শিশু মাদ্রাসা ছাত্রীর

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহসড়কে বাসচাপায় প্রাণ গেল শিশু মাদ্রাসা ছাত্রীর। এ ঘটনায় ঐ পরিবারে বইছে শোকের মাতম।

জানা গেছে, মঙ্গলবার (১৬ আগষ্ট)বেলা আড়াইটার দিকে ঢাকা অভিমুখী শুকতারা সার্ভিসের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৮১৩৩) সড়কের বাইমাইল নামক স্থানে পৌঁছলে ঐ এলাকার তারা মিয়ার কন্যা ও হাসাননগর মদ্রাসার ছাত্রী লামিয়া(৮)কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ ছাত্রী প্রাণ হারায়। এ সময় জনরোষ এড়াতে বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।

শিরোনাম