সিংগাইরে মহাসড়কে নছিমন ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ,আহত-২
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জের সিংগাইরে আঞ্চলিক মহাসড়কে নছিমন ও মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় আহত হয়েছে ২ মোটর সাইকেল আরোহী।
জানা গেছে,শুক্রবার(৩ ফেব্রুয়ারী) দুপুরে সড়কের ভাকুম খেজুর বাগান সেতুর পূর্বপাশের কালভার্টের নিকটে ঢাকা অভিমুখী একটি মোটর সাইকেল সামনের একটি এ্যাম্বুলেন্সকে ওভারটেক করতে গেলে সিংগাইর অভিমুখী একটি গরু বোঝাই নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেলের দু’আরোহী গুরুতর আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। এ সংবাদ লেখা পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি। থানার এসআই সুমন জানান,দুর্ঘটনার স্থান থেকে মোটর সাইকেলটি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে গরু বোঝাই নছিমনকে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।