সিংগাইরে মহাসড়কের খাদ থেকে এক মহিলার লাশ উদ্ধার

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের মেদুলিয়ায় আঞ্চলিক মহাসড়কের পাশের খাদ থেকে গোলকজান(৪৫) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। ঐ মহিলার বাড়ি একই ইউনিয়নের ধল্লা-লক্ষ্মীপুর গ্রামের পচার কন্যা।

জানা গেছে,শনিবার(১২ নভেম্বর) সকালে স্থানীয় লোকজন সড়কের পাশের খাদে একটি মহিলার লাশ দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেয়। এ সময় ঐ স্থান লোকে লোকারণ্য হয়ে পড়ে। দুপুরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভূইয়া জানান,মহিলার পরিচয় মিলেছে,তবে কিভাবে তার মৃত্যু হয়েছে,তা প্রশাসনের তদন্তের মাধ্যমেই জানা যাবে। ধল্লা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রফিক জানান,ময়না তদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না।

শিরোনাম