সিংগাইরে মহান স্বাধীনতা দিবসে বিএনপির উপর ক্ষমতাসীন দলের হামলা
নিজস্ব প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা দিবসে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপর হামলা চালিয়েছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ নিয়ে সোস্যাল মিডিয়ায় চলছে তোলপাড়।
জানা গেছে, শনিবার (২৬ মার্চ ২০২২) সকালে মহান স্বাধীনতা দিবসে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সিংগাইর বাজারের পাশে তাদের পুরনো পার্টি অফিসের কার্যালয়ে সামনে জড়ো হয়। অপরদিকে তাদের নিকটে গার্লস স্কুল রোডে রিজুর দোকানের সামনে জড়ো হয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় উভয় দলের নেতা-কর্মীরা উত্তেজনাপূর্ণ শ্লোগান দেয়। ছাত্রলীগ নেতা ছায়েদূর ও উপজেলা বিএনপির নেতা নজরুলের মধ্যে সমস্যাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপি এবং তার অঙ্গসংঠনের উপর হামলা চালায়।
হামলায় ছাত্রদলের তারিকূল,মুন্না,রাজু,সোহাগ,রাকিব,রিফাত,সাব্বির,যুবদলের মিজানূর,মুকুল ও রুবেলসহ আহত হয় প্রায় ২০ জন নেতাকর্মী। হামলা থেকে রেহাই পায়নি উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আব্দুল আলী। আ’লীগের একাধিক নেতার দৃষ্টি আকর্ষণ করলে সংবাদ জমিনকে তারা জানান, উস্কানিমূলক শ্লোগান দিয়ে তারা নিজেরাই এ সমস্যার সৃষ্টি করেছে।
এ ব্যাপারে তারাই দোষী। বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ করার না করার শর্তে জানান, আসলে আমাদের মাঠ ছাড়া করতেই তারা এ হামলা চালিয়েছে। আমরা যাতে মাঠে না দাঁড়াতে পারি, এ হামলা তারই অংশ বিশেষ।