সিংগাইরে মরণফাঁদ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ ব্যবসায়ীর

কোহিনূর ইসলাম রাব্বিঃ
হেমায়েতপুর-সিংগাইর মরণ ফাঁদ আঞ্চলিক মহাসড়কে এবার মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১ ব্যবসায়ীর। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১জন।

জানা গেছে,শনিবার(১৫ জুলাই) বেলা ৩ টার দিকে সড়কের কিটিংচর-দেওলী নামক স্থানে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় মানিকগঞ্জ সদর থানার ভাঙ্গাবাড়িয়াম বালিরটেক এলাকার হাকিম বেপারির ছেলে ব্যবসায়ী আওলাদ হোসেন(৪৫)। এ সময় আহত হয় ঐ মোটরসাইকেলের অপর আরোহী সাদেক আলী(৩৫)। ঘটনার পর পুলিশ লাশটি উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে।

শিরোনাম