সিংগাইরে ভূমদক্ষিণ বাজারে দুর্ধর্ষ চুরি

কোহিনূর ইসলাম রাব্বিঃ
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে,মঙ্গলবার(২০ আগস্ট)গভীর রাতে ঐ বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানার অফিস কক্ষে ঢুকে ২টা স্বর্ণের আংটি, ২টা নাক ফুল,নগদ ৮০ হাজার টাকা,গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। এছাড়া মোশারফ ডা: এর ওষুদের দোকান থেকে ৮০ হাজার টাকা,সাইফুলের দোকান থেকে ১০০০০ জাহার টাকা,কসমেটিকস সামগ্রী ও সালাম মোল্লার অফিস থেকে গুরুত্বপূর্ণ কাগজ পত্র চুরি করে নিয়ে যায়।ধারণা করা হচ্ছে,এলাকার একটি চিহ্নিত দাগী চোরের দল এ ঘটনা ঘটিয়েছে।এ ব্যাপারে বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিরোনাম