সিংগাইরে ভূমদক্ষিণে সবজি চুরির হিড়িক

 

কোহিনূর ইসলাম রাব্বি ঃঃ

মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামে সবজি চুরির হিড়িক পড়েছে। ক্ষেতের পর ক্ষেত সবজি চুরি হওয়ায় চাষীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

জানা যায়, ঐ গ্রামের মৃত গেদা ফকিরের পুত্র বারেক (৪৫)এর ক্ষেত থেকে ধুন্দল, মজনু বিশ্বাসের পুত্র সালাউদ্দিন (৩৩) এর ক্ষেত থেকে পেঁপে, কলাই বিশ্বাসের পুত্র মান্নান (২৯) এর ক্ষেত থেকে পেঁপে, মৃত রহিমুদ্দিনের পুত্র শরুফুল্লার ক্ষেত থেকে কলা ও মেশিন, জব্বরের পুত্র জাহিদ (৩৫) এর ক্ষেত থেকে কলা, মৃত মফির পুত্র রেজ্জাক (৪৮) এর ক্ষেত থেকে কলা, মিনাজদ্দিনের পুত্র আবুল (৩৫) এর ক্ষেত থেকে কলা চুরি যায়। অপর দিকে একই গ্রামের জনৈক ব্যক্তির ক্ষেত থেকে ধান চুরির ঘটনা ঘটে।

শিরোনাম