সিংগাইরে ভূমদক্ষিণে মরহুম সাধু মাদবর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আগামীকাল

সিংগাইর(মানিকগঞ্জ প্রতিনিধি}:
মানিকগঞ্জের সিংগাইরে ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রামের মরহুম শাহাদাৎ হোসেন ওরফে সাধু মাদবর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল।

ভূমদক্ষিণ বাজার বণিক সমিতির উদ্যোগে উক্ত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাভারের গ্রীন ভিউ ইন্টা: স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মোঃ আবুল বাশার,উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ব্যবসায়ী বাবুল হোসেন বাবুন মিয়া,সভাপতিত্ব করবেন ভূমদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ ইদ্রিস আলী, সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ধল্লা ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মনোয়ারা মিনু এবং পৃষ্ঠপোষকতায় থাকবেন গোলবার ও জিন্নত আলী মাদবর প্রমুখ।

শিরোনাম