সিংগাইরে ভুট্টাক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

 সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি ঃঃ
মানিকগঞ্জের সিংগাইরে ভুট্টা ক্ষেত থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে পুলিশ ঐ নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা যায়, উপজেলার শায়েস্তা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের দীনু পত্তনদারের স্ত্রী মনোয়ারা (৫৫) বৃহস্পতিবার হঠাৎ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে পরের দিন সকালে পার্শ্ববর্তী চর শ্যামনগর গ্রামের নবা ফকিরের ভুট্রা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থান-পুলিশকে খবর দেয়।এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম পিপিএম সংবাদ মাধ্যমকে জানান, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

শিরোনাম