স্টাফ রিপোর্টার ঃঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর ডিগ্রী কলেজের ভিপি ফারুক হোসেন মিরু হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মার্চ’ ২০২১) সকালে আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। বুধবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার চর নয়াডাঙ্গী গ্রামের কাজী আয়নাল হকের ছেলে কাজী কাউছার (১৮), চর আজিমপুর গ্রামের মো: সায়েম ফকিরের ছেলে মো: হাবিবুল্লাহ ওরফে রাকিব (১৮)। পুলিশ জানায়, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।